ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
রাজশাহীতে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান রাজশাহী মহানগর এলাকায় চলাচলকারী লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা বন্ধে সোমবার অভিযান চালানো হয়।

রাজশাহী: রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে।  

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় নগর ভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২০টি লাইসেন্স নবায়নবিহীন অটোরিকশা জব্দ করা হয়। অবশ্য পরে নবায়ন সম্পন্ন করলে জব্দ রিকশা ও অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ জানান, মহানগরী এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকদের ২০২৪-২০২৫ অর্থবছরের অটোরিকশার লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্সবিহীন) অটোরিকশাগুলো চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্সবিহীন অটোরিকশা এ মহানগরীতে চলাচল করলে সেসব গাড়ি জব্দ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের উপ-যানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।