ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ‘মা’ ইলিশ ধরার দায়ে ২২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
পদ্মায় ‘মা’ ইলিশ ধরার দায়ে ২২ জেলের কারাদণ্ড আটক ২২ জেলে

মুন্সিগঞ্জ: প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মানদীতে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ২২ জেলের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম ও সুবীর কুমার দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষার্থে পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় ২২ জন জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা কারেন্ট জাল পদ্মানদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া জব্দ হওয়া মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার‍, ক্ষেত্র সহকারী হাওলাদার মনিরুজ্জামান, মাওয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মতিউর রহমান, অফিস সহকারী মো. সেলিম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।