শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাভারের রুস্তমপুর এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল। এসময় অসাবধানতাবশত বালু বোঝাই বাল্কহেড ওই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এসময় ১০ থেকে ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা লাইটিং ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। এছাড়া টঙ্গী থেকে তিন সদস্যের একটি ডুবুরি দলও ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর নিখোঁজদের সঠিক সংখ্যা বলা যাবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
জিপি