ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

খানসামায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
খানসামায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

দিনাজপুর: দিনাজপুর খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান রিবু (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকেরহাট পানধোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রিবু খানসামা উপজেলার গোয়ালডিহি হাজীপাড়া এলাকার আতিকুল ইসলামের ছেলে ও ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)  দ্বিতীয় বর্ষের ছাত্র।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সামসুদ্দোহা মুকুল বাংলানিউজকে বলেন, বিকেলে পানধোয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে রিবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।