খাগড়াছড়ি: বিএনপির মিডিয়া সেলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার তোফায়েল আহমেদ, মেহেদী হাসান রিয়াদ, খাগড়াছড়ির মানিকছড়ির মোক্তাদির হোসেন ও গুইমারার আল আমীন।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে নিজেদের সাংবাদিক দাবি করা এ চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এর আগে সন্ধ্যায় তাদের খাগড়াছড়ি শহরের ভাঙা ব্রিজ এলকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা কখনো কখনো নিজেদের দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের কাছ থেকে গণতদন্ত স্টিকার যুক্ত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা ছাড়াও আরও অন্তত ৭জন সোমবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে গিয়ে নিজেদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য পরিচয় দেন। তারেক রহমান তাদের পাঠিয়েছে মর্মে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবী করেন। প্রাইভেট কারের সামনে গণতদন্ত স্টিকার লাগানো ছিল। প্রথমে ব্রিক ফিল্ড মালিক সেন্টু কাছে দুই লাখ টাকা চাঁদা করা হয়। সেন্টু ভয়ে এক লাখ টাকা দেন। এরপর বাদী মো. আলমগীর হোসেনে ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি এক লাখ দিতে চাইলেও না নিয়ে উল্টো হুমকি-ধমকি দিতে থাকেন। বিষয়টি ব্রিক ফিল্ড মালিক সমিতির সদস্যদের জানানো হলে সংশ্লিষ্ট লোকজন জড়ো হলেও আসামিরা আরও ক্ষিপ্ত হন।
খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের আদালতে তোলার পর বিচারক জেলে পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এডি/এমজে