ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ ইফতারসামগ্রী বিতরণ করছেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম। 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে জেলা সদর জোন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম।

 

এদিন প্রত্যেক স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি করে ১শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

ইফতারসামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা একসঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

এ সময় ঈদের আগে খাগড়াছড়ি জোনের এই মানবিক ও সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়রা এমন উদ্যোগকে প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১১,২০২৫
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।