ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

শূন্যপদে নিয়োগে কার্যকর পদক্ষেপ নেই, জনপ্রশাসনের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
শূন্যপদে নিয়োগে কার্যকর পদক্ষেপ নেই, জনপ্রশাসনের চিঠি

ঢাকা: সরকারি চাকরিতে নন-ক্যাডারে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর এ চিঠি দেওয়া হয়।

জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেসুর রহমানের সই করা চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও অধীন দপ্তর বা সংস্থার নন-ক্যাডার শূন্যপদ পূরণের তথ্য চাওয়া হয়।

স্ট্যাটিসটিকস অব গভর্নমেন্ট সার্ভেন্টস, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ ৭২ হাজার।  

এর মধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (নবম-১২তম গ্রেড) ছয় হাজার ২৬৯টি পদে নিয়োগের লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে।

২০২৪ সালের ২ ডিসেম্বর সব মন্ত্রণালয় বা বিভাগ ও অধীন দপ্তর বা সংস্থার শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানাতে বলা হয়। তবে নেওয়া পদক্ষেপ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয়নি।

চিঠিতে বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সব মন্ত্রণালয় বা বিভাগ, অধীনস্থ দপ্তর বা সংস্থার নন-ক্যাডার (নবম-১২তম গ্রেড) শূন্যপদের তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসনের চিঠিতে শূন্যপদের সংখ্যা, পূরণ করা পদ, শূন্যপদে পূরণে নেওয়া কার্যক্রমের তথ্য ছক অনুযায়ী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।