ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

ট্রাকে পাচারকালে সাড়ে ৩ টন টিসিবির চালসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
ট্রাকে পাচারকালে সাড়ে ৩ টন টিসিবির চালসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ট্রাকে পাচারকালে সাড়ে তিন টন টিসিবির চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় সাড়ে তিন টন।

 

রোববার (১৬ মার্চ) ভোরে শাহজাদপুর পৌর এলাকায় দায়িত্বরত টহল পুলিশ ট্রাক ও চাল জব্দসহ দুজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন, কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়ার পশ্চিম পাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকাদার।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, রোববার ভোরে এসআই হারিছুর রহমানের নেতৃত্বে একটি টিম পৌর এলাকায় টহল দিচ্ছিল। এ মিনি ট্রাককে সন্দেহ হওয়ায় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সিগনাল অতিক্রম করে দ্রুত ট্রাকটি বেরিয়ে যেতে নিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে।  

ট্রাকে থাকা আব্দুর রহমান ও শিপন শিকাদারকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে ৩ হাজার ৪৫৮ কেজি টিসিবির চাল শাহজাদপুরের চর কৈজুরি থেকে আনা হয়েছে।  

ওসি আরও বলেন, এ ঘটনায় এসআই হারিছুর রহমান বাদী হয়ে ওই দুই আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।