ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় সেই শিশু ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
মাগুরায় সেই শিশু ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে আগুন ধর্ষকদের বাড়িতে আগুন দিল জনতা

মাগুরা: সেই শিশুর ধর্ষণকারী হিটু শেখের বাড়িতে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আটটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সেখানে গিয়ে দেখা গেছে জনতা হাতুড়ি, শাবল ইত্যাদি দিয়ে বাড়িটি ভাঙচুর করছে। এসময় হামলাকারীদের বলতে শোনা যায় ‘এই বাড়ি থাকবে না। এই বাড়ি রাখবো না। এই বাড়ি ধর্ষকের বাড়ি। ’

খবর পেয়ে মাগুরা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে নতুন বাজার ব্রিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়েন। বিক্ষুব্ধদের দাবি একটাই, হিট্ট শেখের উপযুক্ত শাস্তি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, গেল কয়েক সপ্তাহ ধরেই মাগুরা জেলায় চরম উত্তেজনা চলছে। বৃহস্পতিবার বিকালে শিশুটির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়েন।

শিশুটির জানাজার পরপরই উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে যেয়ে অগ্নিসংযোগ করেন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ¦লছিল।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ১৩ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।