ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না: অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না: অমিত যশোরে বুধবার ইফতারের পূর্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করার আন্দোলন করতে যেয়ে হাজারো নেতাকর্মীকে হারাতে হয়েছে।

ফলে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।

বুধবার (১২ মার্চ) যশোর নগর বিএনপির নয় নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় একথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। শহরের নাজির শংকরপুরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অমিত বলেন, ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলন করতে যেয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পবিত্র মাহে রমজানের সময় ইফতারি পর্যন্ত করতে পারেননি দলের নেতাকর্মীরা। বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে ঈদ পার করতে হয়েছে।
 
তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের এখনই সঠিক সময়। সে কারণে একটি পক্ষ বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করে যাচ্ছে। তবে, এসব করে কোনো লাভ নেই। কারণ, গণতন্ত্রের আন্দোলনে পরিক্ষিত বিএনপি ও দলের নেতাকর্মীরা রয়েছে মানুষের হৃদয়ের ভেতর।
 
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নয় নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১২ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।