ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নিয়ে আইসিজের মামলায় সফল হতে চান প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
রোহিঙ্গা নিয়ে আইসিজের মামলায় সফল হতে চান প্রধান উপদেষ্টা

ঢাকা: জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে যে মামলা করেছে সে মামলা সফল করতে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে আসলে এ প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই  নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।

প্রধান উপদেষ্টা গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আমরা এ মামলাটি সফল হতে চাই। আমরা আপনার সমর্থন চাই। এটি আমাদের জন্য একটি বড় সাহায্য।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে তার দেশের দায়ের করা গণহত্যা মামলা সম্পর্কে অবহিত করে বলেন, এই মামলাটি নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি এখন চলমান রয়েছে।

তাঙ্গারা বলেন, গাম্বিয়ার রাষ্ট্রপতি এ বিষয়টিকে সমর্থন করছেন এবং এর দিকে নজর রাখছেন। আমরা এ বিষয়টিকে পুনরায় আলোচনায় আনতে চাই।

মামাদু টাঙ্গারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা জনগণকে মর্যাদাপূর্ণ জীবন যাপনে সহায়তা করবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।