ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রবাসীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
মাদারীপুরে প্রবাসীকে কুপিয়ে জখম হাসপাতালে চিকিৎসাধীন মফিজ আকন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১০ মার্চ) রাতে সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার পর থেকে অভিযুক্ত একই এলাকার নাসিম আকনসহ অন্যরা পলাতক রয়েছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সম্প্রীতি সমবায় সমিতি নামে একটি সংস্থার জায়গা নিয়ে নাসিম আকন ও নয়ন আকনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আদালতে উভয়ে পক্ষ মামলা দায়ের করেন। এক পর্যায়ে স্থানীয় সালিশি মীমাংসা করে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক নয়ন পক্ষের লোকজন মামলা তুলে নেন। কিন্তু নাসিম আকন মামলা তুলে নেননি। ফলে বিরোধ চলছিল।  

গত ৯ মার্চ রাতে নয়ন আকনের ভগ্নিপতি সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকন ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় চরগোবিন্দপুরের আবু সিপাইয়ের বাড়ির সামনে এলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়। এ সময় তাকে অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার মাথা ও শরীরের একাধিক স্থানে জখম হয়। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে নয়ন আকন বলেন, ‘আমার ভগ্নিপতির ওপর নাসিম আকন, শাহাদাত আকন, রিফাত আকন, ফাহাদ আকনসহ ৮-১০ জন হামলা করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ৩ লাখ টাকা, ১ ভরি স্বর্ণ, মোবাইলফোন নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। ’ 

তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছেন। ফলে তাদের কোনো বক্তব্য নেওয়া যায়নি।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেচুর রহমান বলেন, বিষয়টি লিখিতভাবে পেয়েছি। তদন্ত করে মামলা হিসেবে নেওয়া হবে। যদি অভিযুক্তদের বিষয়টি সত্য হয় তাহলে গ্রেপ্তার করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।