পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা-বাউফল উপজেলার সংযোগস্থল বাঁশবাড়িয়া ও বগী বাজার খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় পাঁচ বছর ধরে অব্যবহৃত রয়েছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি।
এতে স্থানীয়দের দুর্ভোগ আরও চরমে পৌঁছেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ২৪ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৮২ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। ২০২১ সালের মধ্যে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এখনো এটি কার্যকর হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি নির্মিত হলেও দুই পাশে সংযোগ সড়কের অভাবে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আগের রাস্তার তুলনায় সেতুটির উচ্চতা বেশি হওয়ায় কিছু স্ল্যাব বসিয়ে পারাপারের চেষ্টা চলছে, যা ঝুঁকিপূর্ণ।
কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর চন্দ্র বলে, "ব্রিজ আছে, কিন্তু রাস্তা নেই। আমাদের কষ্টের সীমা নেই। প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরে আনা প্রয়োজন।
বাউফলের কালাইয়া ইউনিয়নের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বাদল জানান, প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও রোগীরা চরম কষ্টে আছেন। আমরা অনেকবার অভিযোগ দিয়েছি, কিন্তু কাজ হয়নি।
ঠিকাদার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। পরে এলজিইডির পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতায় কাজ বন্ধ ছিল। তবে আগামী জুনের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএ