বরিশাল: কেন্দ্রীয় কারাগারে কারান্তরীণ মৃত্যুদণ্ডে দণ্ডিত এক আসামি ভোটার হয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার হওয়ার কার্যক্রম শেষ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামির নাম মো. মিরাজ খলিফা। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মৃত আবু তাহের খলিফার ছেলে। ভোটার তালিকায় নিজের নাম আবুল খায়ের মো. মিরাজ হিসেবে লিপিবদ্ধ করেছেন তিনি।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলার মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির জাতীয় পরিচয়পত্র করেনি। তাই সে আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা করা হয়েছে। তার ছবি ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, কারাগারে থেকে কোনো আসামি ভোটার হতে চাইলে তিনি যে কারাগারে রয়েছেন, সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অফিস তাকে ভোটার বানানোর কার্যক্রমটি পরিচালনা করবে। সেই অনুযায়ী তার ছবি ধারণ করা হয়েছে। এখনও তাকে ভোটার বলা যাবে না। সব কার্যক্রম শেষে সে ভোটার হবে।
আসামি মিরাজ ফকির তার আবেদনে উল্লেখ করেছেন, এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের জন্য জন্ম নিবন্ধন করতে পারেননি। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভোটার আইডি কার্ড জরুরি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এমএস/এমজে