ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ঘুরতে বেরিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ঘুরতে বেরিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর প্লাবন ও সৌরভ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ঘুরতে বেরিয়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল থেকে পড়ে দুই বন্ধু নিহত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক এলাকায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো উলিপুরের পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের বকিয়ত উল্লাহর ছেলে প্লাবন আহমেদ (১৭) এবং একই গ্রামের বক্কর মিয়ার ছেলে সাইফুল ইসলাম সৌরভ (১৭)।  

তারা দুজন সহপাঠী ও বন্ধু। এ বছর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্লাবন ও সৌরভ মোটরসাইকেলে করে চিলমারী থেকে গ্রামে ফিরছিলেন। পথে নিরাশিরপাথার নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সৌরভ। গুরুতর আহত প্লাবনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও প্রাণ হারান।  

ওসি জিল্লুর রহমান বলেন, ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ তৎপরতা বাড়ানো হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিএম কুদরত-এ-খুদা বলেন, সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইউএনওদের। আশা করছি, খুব শিগগির দৃশ্যমান পরিবর্তন আসবে। এছাড়া উঠতি বয়সী ছেলেদের কাছে মোটরসাইকেল যাতে দেওয়া না হয়, সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।