ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে এ আগুনের সূত্রপাতের খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন লাগে ১১টার দিকে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ১৩ মিনিটে ও মিরপুর, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুনে কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এমএমআই/এএটি