রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের এক আদেশে তাকে থানা থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
ওই আদেশে রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) পুলিশ পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে সই করেন। অবিলম্বে এ বদলির আদেশ কার্যকরের কথা বলা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রুটিন মাফিক এমন বদলি পুলিশে হয়ে থাকে। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। অন্য কিছু নয়। সাধারণত যোগ্যতা বিবেচনায় কর্মকর্তাদের পদায়ন হয়।
এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে এক আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ঘেরাও করে। ওই আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা থানা এলাকা ছাড়বেন না বলে ঘোষণা দেন।
তাদের অভিযোগ ছিল- ছাত্র-জনতার মিছিলে হামলাকারী এক ব্যক্তিকে তারা ধরে বোয়ালিয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার না দেখিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে পাঠায়। এতে ওই আসামি সেদিনই জামিন পেয়ে বেরিয়ে যান। আর এজন্য বিক্ষুব্ধরা পুলিশের গাফিলতিকেই দায়ী করেন। তাই তারা ওই আসামিকে ফের গ্রেপ্তারের দাবি জানান। পরে রাতে পুলিশ তাকে আবারও গ্রেপ্তারের আশ্বাস দেয়। আর এ ঘটনার পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসএস/আরআইএস