ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার গ্রেপ্তার সামিউল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়েছে।  

উল্লেখ, সোমবার (৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে স্বামী সামিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রাতেই নিহতের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।