ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ইস্কাটনের সেই ভবনে দগ্ধ ফারুক মীর মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ইস্কাটনের সেই ভবনে দগ্ধ ফারুক মীর মারা গেছেন

ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের ভবনে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ ফারুক মীর (৪০) মারা গেছেন।

বুধবার (৫ মার্চ) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) ।

ফারুক মীরের ছোট ভাই মো. তোফায়েল মীর বলেন, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। ফারুক থাকতেন বিয়াম কার্যালয়ে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

এর আগে দীর্ঘ ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ি চালান ফারুক মীর। তার স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা ও এক মেয়ে দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

ঘটনার সময় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় থাকতেন দুজন। রাত আনুমানিক ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন।  

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক খানকে গত শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।