ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই’

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কোনো প্রকার গড়িমসি না করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান। আমরা সবাই বিএনপি কর্মী। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট উত্তরণের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আসছি।

তিনি বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা হবে একটি রোল মডেল। এখানে সবার মতামতের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবো।

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

বাংরাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।