ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ৩২ প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ৩২ প্রাণ

সিলেট: ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সংঘটিত ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু ও ১৪৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি ১৪৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন মোটরসাইকেল আরোহী। বিভাগের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম মৌলভীবাজারে।

ফেব্রুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত হন ২৭ জন। সুনামগঞ্জে ৮টি সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ঘটেছে, পাশাপাশি আহত হয়েছেন ৩৩ জন। মৌলভীবাজারে একটি দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন ও ৮১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেলচালক ও আরোহী ও ৬ জন সিএনজিচালক ও আরোহী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন, এসময় ১২ জন চালক নিহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন, বলা হয় প্রতিবেদনে।

জানুয়ারিতে সিলেটে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।