জামালপুর: জামালপুরে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে সোমবার (৩ মার্চ) দুপুর থেকে শুধু বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে।
শ্রমিক ও বাস মালিকরা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ও গতকাল বাস শ্রমিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট ডাকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
দুর্ভোগে থাকা যাত্রীরা জানান, জামালপুরের সঙ্গে সারা দেশের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ধর্মঘট ডাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন তারা।
এদিকে নতুন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের।
প্রসঙ্গত, গত ২ মার্চ সদর উপজেলার সরিফপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজীব পরিবহন বাস বন্ধসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরবি