ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রমজানের শুরুতেই মেহেরপুরের বাজারে সবজির দাম বেড়েছে তিনগুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
রমজানের শুরুতেই মেহেরপুরের বাজারে সবজির দাম বেড়েছে তিনগুণ

মেহেরপুর: সবজিখ্যাত মেহেরপুর জেলায় মাত্র একদিনের ব্যাবধানে সকল ধরনের সবজির দাম বেড়েছে। লেবু বিক্রি হচ্ছে ৭০ টাকা হালি।

দুই দিন আগে এই লেবুর হালি ছিল ২৫ থেকে ৩০ টাকা।

রোজা শুরুর দিন থেকেই মেহেরপুরের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেগুন, শসা, লেবুসহ ইফতারি সামগ্রীর দাম বেড়েছে দুই থেকে তিন-চারগুণ। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেশি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।

নগরীর মেহেরপুরের বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে।

প্রকারভেদে বেগুন কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ২৫ থেকে ৩০ টাকা ছিল। শসা কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ টাকায়।  

মেহেরপুর বড়বাজার ও গাংনী মুরগির বাজার ঘুরে জানা যায়, ‘ব্রয়লার মুরগি কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজি প্রতি ৩২০ থেকে ৩৪০ টাকা, লেয়ার ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ’

সোমবার (০৩ মার্চ) বিকালে গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘সবজির সরবরাহ আগের মতো রয়েছে। বাজারে চাহিদা থাকার কারণে আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছে। আমরা সাধারণ ক্রেতার কাছে জবাবদিহিতার শিকার হচ্ছি। ’ 

তবে, লেবু এখন কম পাওয়া যায় বিধায় দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি।

গাংনী বাজারের ব্রয়লার মুরগির মাংস বিক্রেতা সেন্টু আলী বলেন, ‘খামার থেকে মুরগি কম সরবরাহ হওয়ার কারণে এখন দাম একটু বাড়তি। তবে রমজানে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে থাকবে। ’

স্কুল শিক্ষক আরমান আলী জানান, ‘এ বছর রমজানে বাজার স্বাভাবিক থাকবে ভেবেছিলাম, কিন্তু চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়ে যাচ্ছে। গরুর মাংস সাড়ে ৭০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছিল। সে কারণে মুরগিও বাড়তি দামে কিনতে হচ্ছে। ’

ক্যাবের মেহেরপুর জেলা সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, সারা বছর ভোক্তা অধিকার নিয়ে ক্যাব কাজ করে। রমজানকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয় তিন সদস্যের বাজার মনিটরিং টিম গঠন করেছে। যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনিসহ আরেকজন রয়েছেন। কিন্তু তারা বাজার মনিটারিং এ ব্যার্থ হচ্ছেন বলে জানান রফিকুল ইসলাম।  

তিনি বলেন, বাজারের আড়ৎদাররা কৌশলে দাম বৃদ্ধি করছে। তারা মেমোতে দেখাচ্ছে কৃষকদের পণ্য বেশি দরে বিক্রি করছে। আসলে সেটা নয়, হাত ঘুরে আড়ৎদারদের কারসাজিতেই বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।