মাগুরা: মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) বেলা ১১টায় মাগুরা-ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা হাসানুর রহমান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো. হুসাইন, জেলা লোক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হুমায়ন ইবনে বাবর, মাগুরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক মালিহা মৌরিন মাহিন এবং শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেন।
এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।
বক্তারা বলেন, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসী কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
বক্তারা বলেন, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিরও আহ্বান জানান বক্তারা।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার মামুনুর রশিদ বলেন, ২৫০ শয্যা হাসপাতালে প্রতিদিন আউট ডোরে এক হাজার পাঁচশ’র বেশি রোগীর চিকিৎসা নিয়ে থাকে। প্রতিদিন গড়ে প্রায় সাতশ’ থেকে আটশ’ রোগী ভর্তি থাকে। সেখানে ডাক্তারের চাহিদার একটি অংশ ইন্টার্নি দিয়ে পূরণ হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ