সিলেট: সুরমা নদীর তীরে অবস্থিত সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব যায়নি। তবে তার মরদেহের পাশে পাওয়া জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালের একটি প্রেসক্রিপশনে শরিফুল ইসলাম নাম লেখা রয়েছে। প্রেসক্রিপশনটি নিহতের কিনা, তা নিশ্চিত নয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মরদেহ শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এনইউ/এমজে