ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়: চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়: চীনা রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলে এসেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী—  এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার চীনা রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে  আমার মন্তব্য করাটা সমীচীন নয়। ’

তিনি বলেন, ‘এটি দুই দেশের বিষয়। দুই দেশকে দ্বিপক্ষীয়ভাবে এই ইস্যুর সমাধান করতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। ’

চীনা রাষ্ট্রদূত জানান, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ৩০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে। এই বিনিয়োগের মোট পরিমাণ হবে প্রায় এক বিলিয়ন ডলার।

ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী। চলতি বছরের মে মাসে চীন বাংলাদেশ থেকে আম ও কাঁঠাল আমদানি শুরু করবে।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ২১ থেকে ২৪ জানুয়ারি চীন সফর করেন। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।