ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, =বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশের কিছুই করার নেই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থায়ন বন্ধ করেছে এটাতে শুধু বাংলাদেশ নির্দিষ্ট নয়। আর এখানে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি, আমাদের দেখতে হবে এবং আমাদের বিকল্প উপায়ে কীভাবে সংগ্রাম করতে পারি, এটা দেখতে হবে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) এ অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যে বৃহত্তর কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিওজিই বিভাগ থেকে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’-এ ২ কোটি ৯০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে। ভারতের ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ-ভারত ছাড়া আরও ছয়টি দেশে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি উদ্যোগে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্পের ওপর প্রভাব পড়বে। এ ছাড়া বিশ্বের আরও অনেক দেশ ও অঞ্চলও তহবিল বাতিলের এ তালিকায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
টিআর/এসএএইচ