ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

আ. লীগ নেতাদের সঙ্গে মিটিং করা সেই ইউএনও বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আ. লীগ নেতাদের সঙ্গে মিটিং করা সেই ইউএনও বদলি ইউএনও বিবি করিমুন্নেছা।

কুষ্টিয়া: আ. লীগ নেতাদের সঙ্গে মিটিং করা কুষ্টিয়ার মিরপুর উপজেলা সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়েছে। তাকে মিরপুর উপজেলা থেকে বদলি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।

উল্লেখ্য মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা পরিষদের তিনটি প্রবেশদ্বারের মধ্যে দুটি গেট প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এ দুটি প্রবেশদ্বারে একটিতে উপজেলা পরিষদের জামে মসজিদও রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের গেটের বাইরে আশপাশে প্রায় অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গেট দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তোলেন।

তাছাড়া মসজিদের সঙ্গে লাগোয়া গেটটি বন্ধ থাকায় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়ছেন। ব্যবসায়ীরা বন্ধ গেট দুটির অন্তত একটি খুলে দেওয়ার অনুরোধ জানালে ইউএনও এতেও কোনো কর্ণপাত করেননি।

এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি “আ. লীগ নেতাদের সঙ্গে ইউএনওর মিটিং, ছবি ভাইরাল” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রচারের পরে আলোচনায় আসে ইউএনও বিবি করিমুন্নেছা।

** আ. লীগ নেতাদের সঙ্গে ইউএনওর মিটিং, ছবি ভাইরাল 

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।