ঢাকা: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রথমে তারা শাহবাগ মোড় মূল সড়ক অবরোধের চেষ্টা করেন।
এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আন্দোলনকারীরা বলেন, আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক। যোগদানপত্র হাতে পেয়েও কেন আমরা যোগ দিতে পারবো না। আমরা দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে যে ন্যায্য অধিকার পেয়েছি সেই অধিকার আদায়ে এসেছি। আমার চাকরি নিশ্চিত না করে এখান থেকে যাবো না। আমার সম্মান ও চাকরি নিয়েই এখান থেকে ফিরবো।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএসএস/আরবি