ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ৪ জন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ৪ জন গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীতে চলা অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার হায়দার আলীর ছেলে নয়ন শেখ (২৫), কর্ণহার থানার শরিষাকুড়ি কলেজ পাড়ার আব্দুল জাব্বারের ছেলে আব্দুল হানিফ (৪৪), দামকুড়া থানার নতুন মধুপুরের আলতাব হোসেন মোমিনের ছেলে সাব্বির আহম্মেদ (২৮) ও বিন্দারামপুরের আলমাস আলীর ছেলে রহিদুল ইসলাম ওরফে বিশাল (২২)।

গ্রেপ্তারদের মধ্যে নয়ন শেখ হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও বাকিরা আওয়ামী লীগ কর্মী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও অপারেশন ডেভিল হান্ট চলছে। এ অভিযানটির মূল লক্ষ্য হচ্ছে- সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা। জনসাধারণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা।

এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এর অধীনে যৌথবাহিনীর সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্নস্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, আরএমপির ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।