হবিগঞ্জ: হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা সদরের কালিবাড়ি রোড থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে একদল তরুণ ধাওয়া করে আটকের পর তাকে থানায় নেওয়া হয়।
গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় মামলার বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বাংলানিউজকে জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরআইএস