ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বদলে যাচ্ছে বিএসএমএমইউর নাম!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
বদলে যাচ্ছে বিএসএমএমইউর নাম!

ঢাকা: ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল রিসার্চ সংক্ষেপে পিজি হাসপাতাল। ১৯৭১ পরবর্তী সময় এ নামেই হাসপাতালটি পরিচালিত হতো।

১৯৯৮ সালের তৎকালীন সরকার প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়। সে সময় থেকেই দেশের উচ্চতর মেডিকেল শিক্ষা ও গবেষণার জন্য এটির সুযোগ সুবিধা বৃদ্ধি হয়।

১৯৬৫ সালের ডিসেম্বরে ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল রিসার্চ নামে প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয় ১৯৯৮ সালে। জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে পিজি হাসপাতালের নাম বদলে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

সেই নাম আবার বদলে যাচ্ছে। নতুন করে হাসপাতালটির নামকরণ হবে। যদিও শনিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের বিভিন্ন ব্লকের ভবনে গিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নাম দেখা গেছে। ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন এ নামকরণ করে ব্যানার টানিয়ে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা বিএসএমএমইউ’র কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এ ব্যানার টাঙিয়েছেন।

নতুন নামের এ ব্যানার সকালেই দেখেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি বলেন, ছাত্ররা যে নাম দিয়েছে, সেটিসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী দুই-তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একদল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। শুরুতে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড, পরে আরও কয়েকটি স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।