ঢাকা: গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার দিবাগত রাতে তাদেরকে হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন(২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।
হাসপাতালে আহতদের মধ্যে সৌরভের বন্ধু পিয়াস জানান, রাত সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ জনতা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপরে হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হন। এদের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।
আহতদের মধ্যে শুভ শাহরিয়া গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে। গাজীপুর গাছা থানার শরিপুর গ্রামের মেহের আলীর ছেলে ইয়াকুব। সৌরভের বাড়ি টঙ্গীর পূর্ব থানার মধুমিতা রোডে। তিনি গণেশ ঘোষের ছেলে।
কাশেম গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকার মৃত হাজী জামালের ছেলে এবং হাসান জয়দেবপুর থানার জোড়পুকুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গাজীপুরের ঘটনায় এই পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের সার্জারি হয়েছে তার অবস্থা একটু খারাপ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হলেও তারা স্ট্যাবল আছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এজেডএস/এসআইএস