টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ গ্রামের রাকিব (২৪) ও রেজবি (২৪)। সম্পর্কে তারা দুই বন্ধু বলে জানা গেছে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন জানান, বিকেলে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেলযোগে যমুনা সেতু এলাকায় ঘুরতে যান কয়েকজন বন্ধু। রাতে ফেরার সময় ঘটনাস্থলে এলে পেছন থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধু নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এসআরএস