চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিদর্শক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ভাইরালের পর ওই পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
ভিডিওটি কয়েকদিন আগের হলেও শুক্রবার বিকেল থেকে এটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না দেলোয়ার হোসেন। টাকা না দিলে ফাইলে সই করেন না। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। এ সময় মিজানুর বলেন, ‘আমরা যা পাই মিলেমিশে খাই। ’ জবাবে দেলোয়ার হোসেন বলেন, ‘অত কথা বলতে হবে না। ’
ভিডিও সম্পর্কে মিজানুর রহমান দাবি করেন, ‘পরিদর্শক দেলোয়ার হোসেন বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে ঘুষের জন্য গ্রাহকের ওয়ারিং রিপোর্ট বাতিল করে দেন। কিছুদিন আগে এক গ্রাহক টাকা দেওয়ার সময় ভিডিওটি করেন।
তবে তিনি এ ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত কিনা এ বিষয়টি জানতে চাইলে বিষয়টি এড়িয়ে জান তিনি।
অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এমন ভিডিও করা হয়েছে। ’
এদিকে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরালের জেরে বৃহস্পতিবার নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুর রহিম একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
আরএ