ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চা বাগানের মিললো ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
চা বাগানের মিললো ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির নাম পূর্ণিমা রেলি (১১)।

সে শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার আপ্নান রেলির মেয়ে।  

সে ছিল শমসেরনগর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। মরদেহ পাওয়ার ১২ ঘণ্টা পূর্বে সে নিখোঁজ হয়েছিল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া লেকের পাশ থেকে পূর্ণিমা রেলির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যার আগে শমসেরনগর চা-বাগানের আপ্নান রেলির মেয়ে পূর্ণিমা রেলি পালিত গরু মাঠ থেকে আনতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পর সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে তাকে কোথাও খুঁজে পায়নি।

বৃহস্পতিবার ফের পরিবার ও স্থানীয় চা শ্রমিকরা খোঁজ শুরু করলে এক পর্যায়ে শমসেরনগর চা-বাগানের ১১ নম্বর সেকশনের ক্যামেলিয়া লেকের দুই টিলার চা-গাছের নিচে পূর্ণিমা রেলির গলা ও হাতের ডান কবজি কাটা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে জানালে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ণিমার মরদেহ উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনায় দুপুরে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সাকের্ল) আনিসুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শমসেরনগর চা-বাগানের সাবেক ইউপি সদস্য সিতারাম বিন বলেন, ‘পরিবারটি অত্যন্ত গরিব। মেয়েটি লেখাপড়া করত। সে শমসেরনগর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫                                     
বিবিবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।