ঢাকা: ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা জাতি। বিভেদ ভুলে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে আবারও ঐক্যবদ্ধ হয়েছে ৫ আগস্টের স্বৈরাচার পতন আন্দোলনের শরিকরা।
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই ঘোষণা আসার পর থেকেই ফুঁসতে থাকতে ছাত্র-জনতা।
দিল্লি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়ার এই চেষ্টায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের ছাত্র-জনতা।
সন্ধ্যার পর হঠাৎ এই ঘোষণার পর থেকে দলমত নির্বিশেষে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন নানান শ্রেণি-পেশার মানুষ। রাত আটটার মধ্যে কয়েক হাজার ছাত্র-জনতা জড়ো হন সেখানে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এরই মধ্যে আরও জনতা জড়ো হতে থাকে ৩২ নম্বরের সামনে। রাত ১০ নাগাদ বিপুল সংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়।
সম্প্রতি বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিছু দূরত্ব দেখা গেলেও ফ্যাসিস্ট ফিরে আসার চেষ্টায় ঘুচে গেছে সেই দূরত্ব। ৫ আগস্টের আগের দিনগুলোর মতো ঐক্যবদ্ধভাবে ফুঁসে ওঠে তারা।
ধানমন্ডি ৩২ নম্বরে খুনি হাসিনার বিচার, স্বৈরাচার-ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি দলীয় স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এখানে ছাত্রশিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী সমর্থকদের দেখা যায়। তাদের মাঝে ৫ আগস্টের আগের মতো ঐক্য ও দৃঢ়তা দেখা যায়।
উপস্থিত হাজার হাজার ছাত্র-জনতার ক্ষোভ আছড়ে পড়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ব্যাপক ভাঙচুর চালায়, অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এর আগে শেখ হাসিনা পালানোর দিন ৫ আগস্ট প্রথম দফায় এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। এসব বিক্ষুব্ধ ছাত্র-জনতার অনেককে এই বাড়ির ইট খুলে নিয়ে যেতে দেখা যায়, ধানমন্ডি লেকে ফেলতে দেখা যায়। এর মধ্যে ভাঙচুর থামাতে সেনাবাহিনীর সদস্যরা আসেন। ছাত্র-জনতার বাধায় তারা ফিরে যান।
পরে রাত ১০টা ৫৫ মিনিটে বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে শুরু করে ছাত্র-জনতা। এই ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটা অংশ ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয়।
শুধু ঢাকা নয় ঢাকার বাইরে খুলনাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে।
আবুল কালাম নামে এক ছাত্র বলেন, দলমত নির্বিশেষে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদের চিহ্ন, জুলুমের চিহ্ন মুছে ফেলব। আমরা আবার জুলাই-আগস্টের মতো ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট ঠেকানোর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।
বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমইউএম/এমজেএফ