ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

২৯তম বিসিএস ক্যাডার সার্ভিসের সভাপতি তারিক, সা. সম্পাদক আলাওল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
২৯তম বিসিএস ক্যাডার সার্ভিসের সভাপতি তারিক, সা. সম্পাদক আলাওল

ঢাকা: ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসান।

সাধারণ সম্পাদক হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র হ ম আলাওল কবির।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ১ নির্বাচিত হয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার, সহ-সভাপতি ২ হয়েছেন পুলিশ সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকার ও সহ-সভাপতি ৩ নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগ উপসচিব ড. আশফিকুন নাহার।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সিরাজুল ইসলাম।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর সবার সম্মতিতে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হককে প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। বুধবার নির্বাচন কমিশন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমবারের মতো ২৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।