ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

৩২ নম্বরে গরু জবাই করে জেয়াফত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
৩২ নম্বরে গরু জবাই করে জেয়াফত

ঢাকা: ধানমন্ডির-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির সামনে গরু জবাই করে জেয়াফত করছেন কিছু মানুষ। যারা এটি করছেন তারা বলেছেন, নমরুদের ঠিকানা গুড়িয়ে দেওয়া উপলক্ষে এ আয়োজন করেছেন তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে একটি কালো রঙের গরু এনে জবাই করা হয় ধানমন্ডির-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে। এটিকে রান্না করে জনগণকে বিতরণ করা হবে।

আরমান আলী নামে এক অয়োজক এ ব্যাপারে বলেন, শেখ হাসিনা, তার সরকার যেভাবে মানুষকে গুলি, জবাই ও পিটিয়ে হত্যা করেছে; দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে। তার পলায়ন ও সর্বশেষ তার বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া উপলক্ষে গরু কোরবানির মাধ্যমে জেয়াফত করছি।

সোলাইমান হোসেন নামে আরেক আয়োজক বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ায় এ আয়োজন করা হয়েছে। একই বার্তা দিতে কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের সামনে গরু জবাই করে রান্নার মাধ্যমে জনগণের জন্য জেয়াফত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা আজ এ কার্যক্রম পরিচালনা করছি।

অপর আরেকজন বলেন, নমরুদের ঠিকানা গুঁড়িয়ে দেওয়া উপলক্ষে জেয়াফত করা হচ্ছে। মুজিবের বাড়ির সামনে সড়কের উল্টো দিকে রান্না করে এটি বিলিয়ে দেওয়া হবে।

গরু জবাইয়ের সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবার’;‘বাংলাদেশ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা অনলাইনে অডিও ভাষণ দেন বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। তার বক্তব্য প্রকাশের আগেই ছাত্র-জনতা মুজিবের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এরপর তারা ওই বাড়ি ভাঙতে শুরু করেন। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেন। এরপর এক্সকেভেটর ও ক্রেনের মাধ্যমে বাড়ি ভাঙার কাজ শুরু করেন তারা। বৃহস্পতিবার বেলা পর্যন্ত শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রম চলে।

বাড়িটির ইট, রড, কাঠের নানা বস্তু নিয়ে যায় বিভিন্নজন। ভাঙারির দোকানিরাও সেখানে জমায়েত হন বেচাকেনার জন্য।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।