ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিযোগিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিযোগিতা

ঢাকা: রাজধানী ঢাকায় এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এস আর ড্রিম আইটি কন্টেন্ট ক্রিয়েটরস প্রতিযোগিতা সিজন এক ২০২৫।  

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

 

দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। এ আয়োজনের মূল লক্ষ্য উদীয়মান ডিজিটাল তারকাদের আবিষ্কার ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ।  

এ ইভেন্টের বিচারক প্যানেলে থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান (ওবায়দুর রহমান)। যিনি মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনন্য স্টাইল ও বিশাল অনলাইন ফলোয়িং তাকে সঠিক ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করেছে এ বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য।  

এছাড়া বিচারক প্যানেলে আছেন আরও দুই সম্মানিত ব্যক্তিত্ব বিখ্যাত লেখক ও পরিচালক মারুফ রেহমান এবং লাইফ কোচ, সম্পর্ক পরামর্শক ও পডকাস্ট কন্টেন্ট ক্রিয়েটর মো. হুমায়ুন কবির (আরজে নীরব)।  

মারুফ রেহমান একজন প্রখ্যাত বাংলাদেশি লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। তার ১৫টি প্রকাশিত বই ও বিভিন্ন সফল প্রকল্পের মাধ্যমে সাহিত্য এবং কন্টেন্ট সৃষ্টির দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সম্প্রতি তার পরিচালিত ও রচিত মেগা সিরিয়াল প্রবাসী পরিবার এনটিভিতে শেষ হয়েছে, যা দর্শকদের ওপর গভীর প্রভাব ফেলেছে।

অন্যদিকে আরজে নীরব (মো. হুমায়ুন কবির) একটি বিশেষ খ্যাতি অর্জন করেছেন মানসিক স্বাস্থ্য ও জীবন কোচ হিসেবে। তার নিজস্ব চ্যানেলে রিয়েলিটি শো সাফল্য অর্জন করেছে এবং তিনি ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি অসংখ্য আন্তর্জাতিক ও দেশীয় অনুষ্ঠান, পুরস্কার শো এবং রিয়েলিটি শো উপস্থাপন করেছেন।  

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন কন্টেন্ট ক্রিয়েটর। এ ৫০ জন প্রতিযোগী থেকে নয়জন সৃজনশীলতা এবং কন্টেন্ট ক্রিয়েশন জ্ঞান অনুযায়ী শর্টলিস্ট করা হবে। তারপর বিচারকরা তাদের মূল্যায়ন করবেন এবং তিনজন বিজয়ী নগদ পুরস্কার পাবেন। এসআর ড্রিম আইটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।