ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যায় যুবলীগ নেতা মুরাদ গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যায় যুবলীগ নেতা মুরাদ গ্রেপ্তার  যুবলীগ নেতা মুরাদ খান

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ।  

শনিবার (পহেলা ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মহানগরীর শাজাপুর রেলস্টেশন বাবুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি রংপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত হন পথচারী মাহমুদুল হাসান মুন্না। মুরাদ খান কোতোয়ালি থানায় এ হত্যা মামলার এজাহার ভুক্ত ৫৪ নম্বর আসামি। মুরাদ খানসহ ১২৮ জনের নামে গত বছরের ৩১ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন মুন্নার বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ।

গ্রেপ্তারকৃত মুরাদ খান নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মৃত মোস্তাক আলমের ছেলে।  

পুলিশ কমিশনার আরও জানান, রংপুর মহানগরীতে আন্দোলন থামাতে গুলি নির্যাতনসহ যেসব হামলার ঘটনা ঘটেছে। তাতে মাস্টারমাইন্ড ছিলেন মুরাদ খান। ওই সব ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।