মানিকগঞ্জ: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করায় পুনরায় আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে যমুনা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এবং ওই সব যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০২৫
আরএ