ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জিহাদ সরদার (২২) রবিউল (২০) স্বপন (২২) কাঞ্চন (৪২) নাজমুল হোসেন (২২) মাসুদ রানা (২৪) ফয়সাল (২০) ও ইউসুফ আলী (১৮)।

শনিবার (১ ফেরুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) আদাবর থানার সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়,থানার চৌকস টিম কর্তৃক আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দু’জন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশিটভুক্ত আসামি।  

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।