ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রাম দা হাতে ‘ত্রাস’ সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রাম দা হাতে ‘ত্রাস’ সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার রাম দা হাতে জোতি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’কে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১  জানুয়ারি) গভীর রাতে সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রাম দা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন।  

ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

জ্যোতির গ্রেপ্তারের খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।  

তারা বলেন, হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর সাহস না পায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আটক জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।