বগুড়া: বগুড়ার শেরপুরে পৌর শহরের হাজীপুর থেকে ধুনট মোড় পর্যন্ত দুই কিলোমিটার ফ্লাইওভার নিমার্ণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নিয়ে যানজট থেকে মুক্তির দাবি জানান।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে শেরপুর উপজেলা বিএনপির আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধন শেষে ২০ হাজার গণস্বাক্ষর সংবলিত একটি আবেদন উপজেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান গণস্বাক্ষরের কপি গ্রহণ করেন।
ফ্লাইওভার নির্মাণের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। এছাড়াও স্থানীয় বিএনপি নেতা আসিফ সিরাজ রাব্বানী ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ব্যবসায়ী সমিতি, দলিল লেখক কল্যাণ সমিতি, শিক্ষক সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শেরপুর শহর বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র এবং জনবহুল শহর। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস এবং প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শহরের পূর্ব অংশে রয়েছে হাটবাজার, ব্যাংক, পৌরসভা ও থানা। অপরদিকে পশ্চিম অংশে রয়েছে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস।
মহাসড়কের বিভাজকের কারণে শহরের দুই অংশের মধ্যে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। তাই শিগগির বগুড়ার শেরপুর পৌর শহরের হাজীপুর থেকে ধুনট মোড় পর্যন্ত দুই কিলোমিটার ফ্লাইওভার নিমার্ণ জরুরি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ