ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতুড়ির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
হাতুড়ির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বংশালে মাকসুদা খানম (২৬) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী ইব্রাহিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম।

তিনি জানান, শুক্রবার পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার একটি বাসায় এক দম্পতি পারিবারিক কলহে জড়ান। এক পর্যায়ে স্বামী ফেরদৌস তার স্ত্রী মাকসুদার মাথায় হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করেন। এতে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ নিয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত মাকসুদার চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, দুই বছর আগে পারিবারিকভাবে মাকসুদাকে ইব্রাহিমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের ঘরে এক বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তবে ফেরদৌসের এটি দ্বিতীয় বিয়ে। তিনি পেশায় ব্যবসায়ী।  

প্রায় সময়ই সাংসারিক বিষয় নিয়ে ফেরদৌস ও মাকসুদার মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঠিকমতো বাজারসহ অন্যান্য খরচ দিতেন না ফেরদৌস। এ নিয়েই শুক্রবার তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ফেরদৌস হাতুড়ি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে মাকসুদা মারা যান।  

সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল বাতেন খানের মেয়ে মাকসুদা। দুই ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন তিনি।  

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর কলহের জেরে হাতুড়ি দিয়ে আঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৬
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।