ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে জুতার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
বংশালে জুতার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ 

ঢাকা: রাজধানীর বংশালে জুতার কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। তার নাম আসমা বেগম (২৮)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানায় আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানার দোতলার ঘরের বারান্দায় জুতা তৈরি মালামালে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উক্ত কারখানায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। কিছুক্ষণ পর পাশের বছির সু কারখানায় আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় একটি গ্যাস লাইটসহ হাতেনাতে আসমা বেগমকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।  

এ সময় তার সঙ্গে থাকা রকি, নিপুনী বেগম, সুমন ও আল আমিন নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার আসমা ও পলাতক চারজনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার আসমা পলাতক আসামিরাসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের সঙ্গে পরিকল্পিতভাবে ক্ষতি সাধনের উদ্দেশে সেই জুতার কারখানার আগুন দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।