ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের আরও ৪১ জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের আরও ৪১ জন কেরানীগঞ্জ কারাফটকে আবেগঘন পরিবেশ

ঢাকা: ২০০৯ সালে রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ড নিয়ে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় ১৭৮ জন মুক্তি পেতে যাচ্ছেন আজ।

১৭৮ জনের মধ্যে ঢাকা কেন্দ্রী কারাগার (কেরানীগঞ্জ) থেকে এই পর্যন্ত ৪১ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএএম মাসুদ এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, সাবেক বিডিআরের ৪১ সদস্য কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে গেছে বাকি আরো দুইজন কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যাবেন।

এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১২৬ জন মুক্তি পায়।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত আদালতে গত ১৯ জানুয়ারি এই মামলায় আসামিদের জামিন শুনানি হয়। শুনানি শেষে আদেশে আদালত বলেন, যারা এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বিচারিক আদালত বা হাইকোর্টে খালাস পেয়েছেন এবং খালাসের আদেশের পর যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষ আপিল করেননি, তাদের জামিন মঞ্জুর করা হলো।

বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়। এর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা। খুনের মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর ২৭৮ জন খালাস পান। ২০১৭ সালের ২৭ নভেম্বর এই মামলায় হাইকোর্টের আপিলের রায়ও হয়ে যায়।

অন্যদিকে বিস্ফোরক মামলায় আসামি ৮৩৪ জন। হত্যা মামলার সঙ্গে এর বিচার কাজ শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু মাঝপথে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। বিস্ফোরক মামলার সাক্ষ্য উপস্থাপন করেনি। এক পর্যায়ে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত করে দেয় রাষ্ট্রপক্ষ। এ কারণে মামলাটির বিচারকাজ শেষ হতে বিলম্ব হয়।

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ১২৬ জন

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।