ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে সুদানের নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে সুদানের নাগরিক আটক

ফেনী: ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক সুদানের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুদানের নাগরিকের নাম ইলমা (২৬)। তিনি আফ্রিকা মহাদেশের সুদানে কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজকালিকাপুর বিওপির টহল দল সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক এলাকা থেকে সুদানের নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল আটক করে।

ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইলমার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, ১০০ ডলার, ভারতীয় ৩০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ দুটি ব্যাগ পাওয়া গেছে। তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।