ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
খুলনায় ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত মানিক হাওলাদার

খুলনা: খুলনায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মানিক হাওলাদার (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।

মানিক খুলনার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি। মানিক পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, মেহেদী, লালু মিলে পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় আনার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।